Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটসিলেটের মাটিতে সিলেটের হার, ভরাডুবি নিয়ে জাকির, ‘হার সবসময়ই কষ্টের’

সিলেটের মাটিতে সিলেটের হার, ভরাডুবি নিয়ে জাকির, ‘হার সবসময়ই কষ্টের’

খেলাধুলা প্রতিদিন:

গেল বছর বিপিএলে রানার্স-আপ হয়েছিল সিলেট স্ট্রাইকার্স। চলতি আসরেও ফ্র্যাঞ্চাইজিটি ভালো করবে এমনটাই প্রত্যাশাই ছিল সবার। তবে হচ্ছে ঠিক তার উল্টোটা। এবারের আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতেই মুখ থুবড়ে পড়েছে মাশরাফি বিন মর্তুজার দল। সবশেষ আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে।

 

 

ম্যাচ হারের পর অবশ্য দলের ব্যাটিং ইউনিটকে দুষছেন জাকির হাসান। সিলেটের এই ব্যাটার আজ করেছেন ৩১ রান। সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘কিছুটা বলতে পারেন (কোনো কিছু কাজে লাগছে না)। ব্যাটিংয়ে আমরা ভালো স্কোর দিতে পারিনি। আজকের ম্যাচে বোলাররা ভালো বল করেছিল কিন্তু আমরা ওটা চেজও করতে পারিনি। হয়ত দ্রুত উইকেট যাওয়ার কারণে আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি। তবে এখনও ফিরতে পারি, অপশন আছে। সামনের ম্যাচ থেকে কামব্যাক করতে পারব।’

 

জাকিরের ভাষ্য, হারতে থাকলে সেরা এগারো জন খেলোয়াড় ঠিক করাই কঠিন হয়ে দাঁড়ায়, ‘কিছুটা বলতে পারেন। এরকম যখন হারতে থাকেন তখন বেস্ট ইলেভেন সেট করা কঠিন। তবুও আমরা চেষ্টা করছি সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার। দেখি সামনের ম্যাচে কি হয়।’

 

 

গেল বছর নিজেদের হোম গ্রাউন্ডে ভালো করেছিল সিলেট। তবে এবার দুটি ম্যাচ খেলে দুটিতেই পরাজয়ের মুখ দেখল দলটি। জাকির বলেন, ‘আসলে হার তো সবসময়ই কষ্টের, হার কখনই সুখের না। সিলেট আমাদের হোম, গতবার ভালো করেছিলাম এখানে। কিন্তু এবার পারছি না। চেষ্টা করছি ফাইট ব্যাক করতে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments