মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরনী আনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার ও সোমবার (২৮-২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত টানা দুদিন ব্যাপী সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাষ্টার নূরুলহকের পরিচালনায় সমাপনী দিনের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মুনিম, প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাধারনসম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, বিষেশ অতিথির বক্তব্যে রাখেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারনসম্পাদক মোহাম্মদ লোকমান, জেলার আওয়ামিলীগের সদস্য ও উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি গোলাপ মিয়া, সাবেক ইউপি সদস্য সামস্ উদ্দিন আল আজাদ, ইউপি সদস্য হেলাল উদ্দিন।
সভায় বক্ততারা বলেন “আজকের ছাত্র ছাত্রীরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, এখানে উপস্থিত ছাত্রদের মধ্যেই আগামী বাংলাদেশের নেতৃত্বের সম্ভাবনা আছে। মনোযোগ দিয়ে পড়ালেখা করে সুশিক্ষা গ্রহন করে, মুক্তিযুদ্ধের চেতনায় লালন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান উপস্থিত বক্তাগন” ;
বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল, গেইট নির্মান ও বিদ্যালয়ের সামনে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি তৈরির দাবি জানানো হয়
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথির কাছে। গুরুত্ব অনুসারে পর্যাক্রমে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন অতিথিগন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এম.এ. লতিফ ও ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আব্দুস সোবহান, সাধারনসম্পাদক জালাল উদ্দিন ও সমাজসেবী ইসলাম উদ্দিন। সাবেক ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মো.আব্দুননূর, মঞ্জুর আহমদ, মিছবাহ উদ্দিন, মতিউর রহমান (দুলাল) সহ প্রমূখ।
সবশেষে প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে ১ম ও ২য় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিগন ।।