বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের উদ্যোগে মাধবপুর উপজেলা পরিষদের সামনের খাল থেকে দূষিত ময়লা-আর্বজনা পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে মাধবপুর ক্লিন নামে একদল স্বেচ্ছাসেবী নিয়ে তিনি খালের ময়লা-আর্বজনা পরিষ্কার কার্যক্রম শুরু করেন।
উপজেলা পরিষদের সামনের এ খালটির সঙ্গে সোনাই নদীর সংযোগ ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে খাল ভরাট করে দখল করে ফেলায় খালটি কালো পানি ও ময়লা-আর্বজনায় দূষিত হয়ে পড়ে।
এতে খালের পাশ দিয়ে চলাফেরা কষ্টকর ছিল।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সৈয়দ সায়েদুল হক সুমন নির্বাচিত হওয়ার পর স্থানীয় জনগণ খালটি পরিষ্কারের দাবি জানান। এরই প্রেক্ষিতে আজ সকালে শতাধিক স্বেচ্ছাসেবীকে নিয়ে তিনি নিজেই খালটির পরিষ্কার কার্যক্রম শুরু করেন।
উপস্থিত বক্তব্যে সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, খালটি আরো ভালোভাবে পরিষ্কার করে দুপাশে হাটাচলার রাস্তা করা হবে।
খালটি যাতে সরাসরি সোনাই নদীতে পতিত হয় তার ব্যবস্থা করা হবে। খালটির উন্নয়নে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘সরকারি রাস্তা, সেতু, স্কুল নির্মাণসহ যেকোনো সরকারি কাজে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তাদের রেহাই দেওয়া হবে না। ইতিপূর্বে খাল সংস্কারে ২৬ লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়ার কথা শুনেছি।
তবে সঠিকভাবে কাজ হয়নি বলে মনে হচ্ছে। অনিয়ম ও দুর্নীতি করে কেউ সরকারি অর্থ আত্মসাৎ করলে তা খতিয়ে দেখা হবে।