Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে শীতার্ত চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করলেন কৃষিমন্ত্রী

কমলগঞ্জে শীতার্ত চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করলেন কৃষিমন্ত্রী

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি::

মৌলভীবাজার জেলা জুড়ে শৈত প্রবাহ বইছে। শীতে অসহায় চা শ্রমিকরা গরম কাপড়ের অভাববোধ করছিলেন। উষ্ণতা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল কমলগঞ্জে শীতার্ত ও অসহায় চা-শ্রমিকদের মাঝে কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বিতরণ করলেন।

শুক্রবার (২৬ জানুয়ারী) রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে মাধবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় মদনমোহনপুর, গোবিন্দপুর, পাত্রখোলা ও দলই চা বাগানের চার শতাধিক শীতার্ত ও অসহায় চা-শ্রমিকদের মাঝে কম্বল ও টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত রায়, কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুলেমান মিয়া প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments