Saturday, November 23, 2024
Homeঅন্যান্যপ্রযুক্তিগোয়াইনঘাটে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গোয়াইনঘাটে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

 

 

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট:

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

 

(২৫ জানুয়ারী)বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়াইনঘাট বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

 

 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্ত দাশ, গোয়াইনঘাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. শামীম আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক ও গোয়াইনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন।

 

এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরণের ১৯টি স্টলের উদ্ভাবনী দৃশ্য পরিদর্শন করেন আগত অতিথিবৃন্দ ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments