স্পোর্টস ডেস্ক:
দেশের মাটিতে বিপিএলের মধ্যে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সঙ্গে অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় সিরিজ। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
বুধবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে সফরকারীরা। লঙ্কান মেয়েদের হয়ে ২৩ বলে সর্বোচ্চ ২১ রান করেন রেশমা নেত্রাঞ্জলি। জুনিয়র টাইগ্রেসদের হয়ে ৩টি করে উইকেট নেন নিশিতা আক্তার নিশি ও রাবেয়া। আর ১টি উইকেট দখল করেন হাবিবা পিংকি।
৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ৩৬ বলে ২৭ রান করেন মোসাম্মাৎ ইভা। আর ২৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আফিয়া আসিমা ইরা। ২৭ জানুয়ারি, একই ভেন্যুতে বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।