ক্রীড়া প্রতিবেদক:::
শিহাব জেমস ফিফটি পেলেও ভারতের কাছে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলআইসিসি চার বছর আগে দক্ষিণ আফ্রিকাতেই বিশ্বজয় করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চার বছর পর সেই দক্ষিণ আফ্রিকাতেই আরেকটি বিশ্বকাপ হার দিয়ে শুরু বাংলাদেশের যুবাদের। আজ ব্লুমফন্টেইনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮৪ রানে হেরেছে সেই ভারতের কাছে, চার বছর আগে ফাইনালে যাদের হারিয়েই বিশ্বজয় করেছিল বাংলাদেশ।
টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশকে আজ ২৫২ রানের লক্ষ্য দেয় ভারত। বাঁহাতি পেসার মারুফ মৃধা ৫ উইকেট নিলেও ভারত করে ৭ উইকেটে ২৫১ রান। রান তাড়ায় বাংলাদেশের যুবারা ৪৫.৫ ওভারে অলআউট ১৬৭ রানে।
রান তাড়ায় শুরুটা খারাপ ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আশিকুর রহমান ও জিশান আলমের উদ্বোধনী জুটি ৬.৪ ওভারেই দলকে পৌঁছে দিয়েছিলেন ৩৮ রানে। সপ্তম ওভারের পঞ্চম বলে পয়েন্টে মুরুগান অভিষেকের দারুণ এক ক্যাচের শিকার হয়ে বিদায় নেন জিশান। ৭ বল পরই ১৭ বলে ১৪ রান করা জিশানের পথ ধরেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ভারতীয় বাঁহাতি স্পিনার সৌম্য পান্ডে বোল্ড করে দেন ৬ বলে কোনো রান না পাওয়া রিজওয়ানকে। নিজের পরের ওভারে পান্ডে যখন আরেক ওপেনার আশিকুরকে (৩৫ বলে ১৪) বোল্ড করে দিলেন, ৯.৪ ওভারে বাংলাদেশের যু্বাদের স্কোর হয়ে যায় ৪১/৩।
ভারতের ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধাআইসিসি ৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ চতুর্থ উইকেট হারায় ৫০ রানে। মিডিয়াম পেসার আরশিন কুলকার্নির বলে বোল্ড হয়ে যান আহরার আমিন (১৫ বলে ৫)।
বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বড় জুটিটা হয় এরপরই। পঞ্চম উইকেটে ৭৭ রান যোগ করেন আরিফুল ইসলাম ও শিহাব জেমস। ৭১ বলে ৪১ রান করা আরিফুল আরেক বাঁহাতি স্পিনার মুশির খানের বলে উইকেটকিপারকে ক্যাচ দিতেই আরেকটি ধসের সূচনা। শিহাব ৭৭ বলে ৭ চারে ৫৪ রান করলেও বাকিরা আসা-যাওয়ার মাঝেই ছিলেন। ৪০ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন পান্ডে। ৯.১ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
শুরুটা ভালো হলো না বাংলাদেশের আইসিসি
সোমবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আইরিশরা। ভারত ও আয়ারল্যান্ডের পয়েন্ট সমান হলেও নেট রান রেটের হিসেবে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপের শীর্ষে। নেট রান রেটে বাংলাদেশ আছে তিনে। গ্রুপের শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্স পর্বে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত অনূর্ধ্ব–১৯: ৫০ ওভারে ২৫১/৭ (আদর্শ ৭৬, শাহারান ৬৪; মারুফ ৫/৪৩, রিজওয়ান ১/২৩, মাহফুজুর ১/৪১)।
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯: ৪৫.৫ ওভারে ১৬৭ (শিহাব ৫৪, আরিফুল ৪১, পারভেজ ১৫*, আশিকুর ১৪, জিশান ১৪; পান্ডে ৪/২৪, মুশির ২/৩৫)।
ফল: ভারত অ–১৯ দল ৮৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আদর্শ সিং।