বিশেষ প্রতিনিধি:::
জৈন্তাপুরে হরিপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ নেতাকর্মীর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই একই সড়কে ঘটল আরেকটি দুর্ঘটনা।এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে চাপা দেয় ট্রাক। এতে কেউ হতাহত না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাম্বুলেন্সটি।
শনিবার বিকেল ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এসময় ইলিয়াস ড্রাইভারের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে থাকা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডর অ্যাম্বুল্যান্সকে জাফলংগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে করে একটি বৈদ্যুতিক খাম্বা ও অ্যাম্বুলেন্স দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্স চালক আহত হন।স্থানীয়রা অ্যাম্বুলেন্স চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ সময় ট্রাক ফেলে পালিয়ে যান ট্রাকচালক ।
এবিষয়ে ইলিয়াস ড্রাইভার জানান, তার পরিবারের লোক অসুস্থ হওয়ায় সিলেটে হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স আসে। বাড়ির সামনেই সাইট করে রাখা ছিলো এম্বুল্যান্সটি। আমাদের পরিবারের লোকজন গাড়িতে উঠার আগ মূহুর্তে হঠাৎ করেই ট্রাক গাড়ি এম্বুল্যান্সকে চাপা দেয়।ভাগ্য ক্রমে আমার পরিবার বেঁচে যায়।
দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল হাইওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় তারা এ বিষয়টি দেখভাল করছেন।
উল্লেখ, শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার জৈন্তাপুরের বাংলাবাজার সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)। নিহতরা সবাই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।