Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটসবার সহযোগিতায় আগামীতে দারিদ্রমুক্ত সিলেট নগরী গড়ব:ড.মোমেন এমপি

সবার সহযোগিতায় আগামীতে দারিদ্রমুক্ত সিলেট নগরী গড়ব:ড.মোমেন এমপি

নিউজ ডেস্ক:::

“জনগণ ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করেছে দেশ ও দশের সেবার জন্য। আমি সে লক্ষেই কাজ করে যাব। আমার প্রধান লক্ষ্য, সিলেটের মানুষকে স্বাবলম্বী করার মধ্য দিয়ে দারিদ্র্যমুক্ত সমাজ গঠন। জনগণ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে লক্ষে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হবে। সিলেটে শিল্পকারখানা স্থাপন ও গ্যাস সংযাগ প্রদানসহ অত্যাবশকীয় প্রকল্প গ্রহণ করা হবে। সবার সহযোগিতায় আগামীতে দারিদ্রমুক্ত সিলেট নগরী গড়ব।”

শনিবার ( ২০ জানুয়ারি) সকালে এপেক্স ক্লাব অব বাংলাদেশ (জেলা-৪) আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।

নগরীর মেজরটিলাস্থ লন্ডন গ্রেস আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাজী আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী।

সভায় বক্তারা বলেন, এপেক্স ক্লাব জন্মলগ্ন থেকেই আর্তমানবতার সেবা কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ প্রশংসার দাবীদার। সিলেটকে একটি সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা একসাথে কাজ করব।

অনুষ্ঠানে ৫ শত দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেয় হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments