Saturday, November 23, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগপতাকা ছাড়া সিলেটে নির্বাচনের পর এই প্রথম ড. মোমেন

পতাকা ছাড়া সিলেটে নির্বাচনের পর এই প্রথম ড. মোমেন

 

বিশেষ প্রতিনিধি:

 

আগে-পিছে প্রটোকল। নেতাকর্মীদের ভিড়। ঘণ্টা-মিনিটের হিসেব ধরে থাকতো প্রোগ্রামের শিডিউল। সরকারি গাড়িতে জাতীয় ও মন্ত্রিপরিষদের পতাকা (ফ্ল্যাগ) উড়িয়ে গত পাঁচ বছর সিলেটে ব্যস্ত সময় কেটেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের।

 

 

তবে এবার পরিস্থিতি ভিন্ন। এসব ছাড়াই প্রথমবার সিলেটে এসেছেন সিলেট-১ আসনের সাংসদ ড. আব্দুল মোমেন।

 

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট আসনে গত পাঁচ বছর দেশে-বিদেশে কূটনীতির মাঠ দাপিয়ে বেড়ানো সিলেট-১ আসনের এই সংসদ সদস্য। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

 

পরে সাবেক এই মন্ত্রীর হাফিজ কমপ্লেক্সের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, নির্বাচনের আগে আমেরিকা কিছু ইস্যু তৈরি করেছিলো তাদের স্বার্থের জন্য- তবে তাদের সাথে সুসম্পর্ক বজায় থাকায় আমরা আনন্দিত।

 

 

এসময় তিনি তাকে বিপুল ভোটে আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় সিলেট-১ আসেনের সর্বস্থরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢানা ৪র্থ বারের মতো রাষ্ট্রক্ষমতায় আসার পর নতুন মন্ত্রী সভায় ঠাঁই হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করা মোমেনের। সিলেটবাসীর প্রত্যাশা ছিলো ড. মোমেনকে আবারও মন্ত্রী সভায় রাখা হবে।

 

 

সিলেটের বিশিষ্ট জনেরা বলছেন, গত পাঁচ বছর ড. মোমেন বেশ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে করোনা-কালীন সময়ে তিনি ঠিকা সরবরাহ করতে তার ভূমিকা অনন্য ছিলো। মন্ত্রীসভা বর্ধিত হলে তিনি অন্তর্ভুক্ত হবেন।

 

 

মিথ আছে- দেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের দলই সরকার গঠন করেছে। সত্যও হয়েছে তা। তাই সিলেট-১ আসন পরিচিতি পেয়েছে মর্যাদার আসন হিসেবে। বিএনপির খন্দকার আব্দুল মালিক ছাড়া সিলেট-১ আসন থেকে এ পর্যন্ত যারা নির্বাচিত হয়ে সংসদে ছিলেন তারাই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু এবার স্থান হয়নি এই আসনের এমপির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments