Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগশ্রীমঙ্গলে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপিকে গণসংবর্ধনা 

শ্রীমঙ্গলে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপিকে গণসংবর্ধনা 

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বরণ করে নেয় শ্রীমঙ্গলবাসী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে সপ্তমবারের মতো নির্বাচিত হয়ে কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম তিনি নিজ এলাকায় এসেছেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।এছাড়াও বিভিন্ন স্কুল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, নিরাপদ সড়কচাইসহ পেশাজীবীদেরও ফুলের সংবর্ধনা দিতে দেখা গেছে।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে গণসংবর্ধনা অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুলের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এদেশের মানুষের, এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন এবং ফসল ফলানোর দায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তোমার কাজই হচ্ছে দেশের কৃষকের উন্নয়ন করা এবং ফসল যাতে উৎপন্ন বেশি হয় সেজন্য তোমাকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের ভোট পেয়ে সপ্তমবারের মতো এমপি হিসেবে ঢাকায় গেলাম। আর প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়ে আবার আপনাদের কাছে পাঠিয়েছেন। কাজেই বুঝতে হবে আপনাদের ভোটের মর্যাদা সবচেয়ে বেশি।’

 

কৃষকের ভাগ্যের পরিবর্তনের অঙ্গীকার করে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশের জিডিপির শতকরা ৮০ ভাগ এই কৃষকের মাধ্যমে বা কৃষিখাত থেকে আসে। এই জিডিপি বৃদ্ধি করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখন দেশে কৃষি উপকরণের কোনো অভাব নেই। যে কৃষকরা ফসল ফলান তারা যদি শতভাগ কৃষিপণ্য ফলিয়ে বাজারজাত করতে পারেন, সঠিক মূল্য পান তাহলেই হবে আমাদের সফলতা বা অর্জন।’

 

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আজকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কষ্ট করে যে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন তা আমি কোনোদিন ভুলতে পারব না। আমার মন্ত্রীত্ব পরিচালনায় আপনারাই হবেন সবচেয়ে বড় হাতিয়ার বা চাবিকাঠি। আপনাদের পরামর্শের বাইরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে কোনো কর্মকাণ্ড আমি আগেও করিনি, এখনও করছি না, আগামীতেও করব না।’

 

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান ও এনাম হোসেন চৌধুরী মামুন এর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইউসুফ আলী, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলাম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments