Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটভবিষ্যতে রাজনীতিতে আসবেন কিনা, যা জানালেন তামিম

ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কিনা, যা জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগামীকাল ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সেখানে ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। দলের গুরুদায়িত্ব পাওয়ার পর

 

বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল। এ সময় তার কাছে জানতে চাওয়া দীর্ঘদিন পর ফিরে কেমন লাগছে।

 

আরও পড়ুন: বিপিএলে থাকছে না কুমিল্লা? কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা

 

জবাবে তামিম বলেন, একটু রাসটিনেজ তো থাকবেই স্বাভাবিক। আর এই তিন মাসে সত্যি কথা বলতে খুব বেশি অনুশীলন করা হয় নাই। শেষ দুই আড়াই সপ্তাহধরেই মেইনলি ব্যাটিং করছি। ডে বাই ডে বেটার হচ্ছি। ওভার দ্য বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু সম্ভব সবই চেষ্টা করছি।’

 

এমপি হওয়ার পর সাকিব বা মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কী না বা দেখা হলে জানাবেন কী না এমন প্রশ্নে তামিম বলেন, আমার সঙ্গে এখনো দুজনের কারোরই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয়।

 

ভবিষ্যতে তামিমকে রাজনীতিতে দেখা যাবে কিনা এমন প্রশ্নে তামিম বলেন, এটা খুব রিস্কি একটা কথা, আমি না বললাম, আবার দেখা গেল দশ বছর রাজনীতিতে নাম লেখালাম। তখন আপনি এটাই দেখাই দিবেন আমি তো না বলছিলাম। এখন যদি বলি ওরকম কোনো প্নান নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments