নিজস্ব প্রতিবেদক:
সিলেটের চলমান ঠান্ডা পরিস্থিতি জানুয়ারি মাস জুড়েই বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ১৮ জানুয়ারি পরে ঠান্ডা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। সে ক্ষেত্রে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ ছাড়াও ১৫ থেকে ১৭ জানুয়ারির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী সিলেটের কাগজ নিউজ কে জানান, সিলেটের চলমান ঠান্ডা পরিস্থিতি আরও কয়েকদিন বিরাজ করতে পারে। এ মাসের ১৮-১৯ তারিখে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা নেই। এর পরের কয়েকদিন সিলেটের তাপমাত্রা আরো কিছুটা কমবে। সে সময় সিলেটের তাপমাত্রা ৯ তেকে ১০ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা খুব কম। এমন পরিস্থিতি পুরো জানুয়ারি মাস থাকতে পারে। তবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তাপমাত্রা আরো কম হতে পারে।