মতিউর রহমান (দুলাল),গোয়াইনঘাট প্রতিনিধি:::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল মহিলা মাদ্রাসার ভবনের সিঁড়ি দিয়ে নামতে পড়ে গিয়ে ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
১৬ই জানুয়ারি সকাল ১২:০০টায় এমন ঘঠনা ঘঠে।
সরজমিনে গিয়ে মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আব্দুর রহমানের সাথে আলাপ কালে তিনি সিলেটের কাগজকে জানান “একটা সব্দকে অনুমান করে ভূমিকম্প মনেকরে আতঙ্কিত হয়ে কার আগে কে নামবে এমনটাই করে মাদ্রাসার ছাত্রীরা দু’তলা থেকে ধাক্কা-ধাক্কি করে নামতে গিয়ে এক সাথে চাপ লেগে বিল্ডিংয়ের রেলিংএর কিছু অংশ ভেঙে হেলে যায়। হুড়মুড়িয়ে একে অপরকে উপর পড়ে রেলিং ও দেয়ালের সাথে ধাক্কা লেগে ঘঠনাস্থলে ৮ জন আহত হয়েছেন বলে জানান তিনি। আহত ৭ জনকে তোয়াকুল বাজারের স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
একজনের অবস্থা একটু গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়েছে।
তবে মূল বিষয়টি সঠিকভাবে নাজেনে গুজব নাছড়ানোর আহবান জানিয়েছেন তিনি।
মূল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দু’তলা বিল্ডিংয়ের সিঁড়ির রেলিঙের নীচের জয়েন্ট ছুটেগেছে শেষ অংশে ভেঙে গেছে।