Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসিলেটমাছ ধরতে যুক্তরাজ্য থেকে সিলেটে যুবক

মাছ ধরতে যুক্তরাজ্য থেকে সিলেটে যুবক

বিশেষ প্রতিনিধি:::

বিশ্বনাথে প্রতি বছরের মতো এবারো ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব পালিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের গোয়াহরি বড় বিল নামে একটি বিলে এ পলো বাওয়া উৎসব আয়োজন করা হয়।

প্রায় দেড়শ বছর ধরে নির্ধারিত দিন ও সময়ে গ্রামের লোকজন এ বিলে পলো বাওয়া উৎসব পালন করে আসছেন।

তবে নির্ধারিত দিন ও সময়ে গ্রামের কেউ মারা গেলে অথবা কোর্টে মামলার তারিখ হলে উৎসব বন্ধ রাখা হয়।

নির্ধারিত দিনের আগে বিভিন্ন দেশে অবস্থানরত গ্রামের প্রবাসীরাও দেশে ছুটে আসেন এ উৎসবটি পালন করতে।

 

এবারে পলো বাওয়া উৎসবে অংশ নিতে যুক্তরাজ্য থেকে ওয়াটারপ্রুফ জুতা নিয়ে দেশে এসেছেন গ্রামের আলম খান নামে এক প্রবাসী।

তিনি বলেন, এ জুতা পায়ে থাকায় শিং মাছের কাটার আঘাতসহ অনেক কিছু থেকে রক্ষা পাওয়া গেছে।

গতবারের চেয়ে এ বছর যদিও মাছ কম ধরা পড়েছে, তারপরও অনেকটা উৎসবমুখর পরিবেশ ছিল বিলের পাড়ে। উৎসব পালন করতে সকাল থেকে পলো আর জাল নিয়ে বিলের পাড়ে সমবেত হন উৎসুক জনতা।

ঘড়ির কাটায় বেলা ১১টা বাজার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে পলো নিয়ে বিলের পানিতে ঝাঁপিয়ে পড়েন।

এ সময় গোয়াহরি গ্রামসহ আশপাশের নারী, পুরুষ, শিশু ও কিশোররা বিলের পাড়ে গিয়ে উৎসবটি উপভোগ করেন।

সেই সঙ্গে উৎসবটি এক নজর দেখতে বসার টুল নিয়ে বিলের পাড়ে চলে যান ৮০ বছর বয়সি হাজী কৈমুছ আলী নামের এক প্রবাসী বৃদ্ধ।

তিনি জানান, তার পূর্ব পুরুষদের আমল থেকে গ্রামের নিজস্ব এ বিলে নির্ধারিত দিনে প্রায় দেড়শ বছর ধরে পলো বাওয়া উৎসবটি পালন করে আসছেন।

উৎসবটি পালন করতে অনেক প্রবাসীরাও দেশে আসেন। বিলে শুধু তাদের গ্রামের লোকজনই এ উৎসবে অংশ নিতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments