Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলায় ১টি মাছের দাম ১লক্ষ টাকা

শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলায় ১টি মাছের দাম ১লক্ষ টাকা

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::

পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রীমঙ্গল শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছের মেলা। দিন ব্যাপী এ মেলায় হাওর ও নদীতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা দেশীয় প্রজাতির তরতাজা মাছ কিনতে বিভিন্ন স্থান থেকে সৌখিন ক্রেতারা ভিড় জমান। তারা কিনে নিয়ে যান মেলা থেকে পছন্দের মাছ।
রবিবার (১৪ জানুয়ারি) ভোর থেকে শুরু হয়েছে এই মেলা। মাছের মেলাটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়।

মাছ ব্যবসায়ী মফিজ মিয়ার একটি বিশালাকৃতির বাঘ মাছের ওজন ৫০ কেজি, দাম হাকানো হচ্ছে ১ লক্ষ টাকা। মফিজ মিয়া জানান, একজন ক্রেতা মাছটির দাম করেছেন ৬০ হাজার টাকা।
অপর আরেকজন মাছ ব্যবসায়ী মো: হারুন মিয়ার ৪৫ কেজির বাঘ মাছটির দাম হাকাচ্ছেন ৯০,০০০ টাকা। মাছ ব্যবসায়ী হাবিব মিয়ার ৩৫ কেজির একটি চিতল মাছের দাম চাইলেন ৭২ হাজার টাকা।

এই মাছের মেলায় শ্রীমঙ্গলের স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে উৎসাহী মৎস্য প্রেমীরা মেলায় ভীড় জমান। প্রতি বছরের ন্যায় এ মেলায় সুরমা, কুশিয়ারা, মনু, হাকালুকি আর সুনামগঞ্জের হাওর থেকে নিয়ে আসা হয় বিশাল আকারের বাঘ, চিতল, রুই, কাতলা, বোয়াল, গজার, আইড়সহ বিভিন্ন ধরনের ছোট বড় মাছ।
গত কয়েক বছর থেকে মেলার ব্যাপ্তি আর প্রচার বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকেও এখন আসছে বড় বড় মাছের চালান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments