ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::
শ্রীমঙ্গলে জেঁকে বসা পৌষের শীতের তীব্র দাপট মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে বহুগুণ। হাড় কাঁপুনি শীতে গরিব মানুষের অবর্ণনীয় কষ্ট লাঘবে শ্রীমঙ্গলে এস এস সি -৮৬ ব্যাচের দেশী ও প্রবাসীদের অর্থায়নে শীতার্তদের মাঝে ৪ শতাধিক কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে শীতার্তদের মাঝে এস এস সি – ৮৬ ব্যাচের দেশী ও প্রবাসীদের অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোজনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডার এডমিন ও সভাপতি মো: আব্দুল হাই খাঁন বলেন, শ্রীমঙ্গলে তীব্র শীতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন জীবিকা। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় দুস্থ মানুষের দুর্ভোগ বেড়ে যায় চরমে। তাই আমরা বন্ধুরা সবাই শীতার্তদের পাশে দাড়িয়েছি।
সাধারণ সম্পাদক মহসীন আলী বলেন, শৈত্যপ্রবাহে গরম কাপড়ের অভাবে শীতের কষ্টে ভুগে নিম্ন আয়ের মানুষজন। তাই আমাদের শ্রীমঙ্গলের
এস এস সি ৮৬ ব্যাচের দেশ ও দেশের বাহিরে বন্ধুদের আর্থিক সহযোগীতায় শীতার্তদের পাশে দাড়িয়েছি।
অর্থ সম্পাদক মনোজ ধর জানান, দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা আমাদের সাধ্যমতে আমরা তাদের পাশে দাড়িয়েছি।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডার এস এস সি- ৮৬ ব্যাচের সাংঘটনিক সম্পাদক মো: আজগর আলী, উপদেষ্টা মো: আব্দুল কাইয়ুম, মঈন উদ্দীন, অসিত বরণ তালুকদার, পংকজ দাশ, মানষ লস্কর,জহির আলম, মহিউদ্দীন হাসান, দেবাশীষ দাশ, কমল দাশ, সঞ্জয় দত্ত, নিরঞ্জন পাল, খালেদ হোসেন।
শ্রীমঙ্গলের এস এস সি- ৮৬ ব্যাচের দেশী ও প্রবাসী যাদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয় তারা হলেন, মো: এবাদ চৌধুরী, সাব্বির আহমেদ চৌধুরী,
আজিজুল হক চৌধুরী রুবেক, মোঃ আকরাম, উল্লাস চৌধুরী, সোলাইমান চৌধুরী মুন্না, সুফিয়ান চৌধুরী, সাবি পাল, নির্মল চন্দ্র, লেলিন চৌধুরী, মনোজ ধর, সিমিন চৌধুরী, রহিমা আক্তার নিপা, আব্দুল হাই খান, মোঃ মহসিন আলী, মো: আসগর আলী, মলয় দাস, পংকজ দাস, মো: সিরাজ , শংকর হুর, মাজেদুল ইসলাম, সুচন্দা দেব, অসিত বরণ তালুকদার, মনসুর চৌধুরী টিপু, খালেদ হুসেন, দেবাশীষ দাস, জহির আলম, খন্দকার জাকির হোসেন, আলতাফুর রহমান শাহিন,সিতাংশু আচার্য, সিরাজুল ইসলাম খান, সঞ্জয় চৌধুরী, কামাল হোসেন, খালেদ আহমেদ, মঈন উদ্দিন, আব্দুস সালাম, আশিক নজরুল, মো: ফারুক, লিপি ভট্টাচার্য, আব্দুল কাইয়ুম, নাজমা আক্তার, মানষ লস্কর, রজত শুভ্র চক্রবর্তী, মাহিন রহমান, বাবুল দত্ত, এফ এম আতিক।
কম্বল বিতরণে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগীতা করেন জেমি, নাবিল খাঁন, অমিত দাশ স্বপ্ন প্রমুখ।