Sunday, November 24, 2024
Homeজাতীয়সুনামগঞ্জের ৫টি আসনে বিজয়ী যারা

সুনামগঞ্জের ৫টি আসনে বিজয়ী যারা

বিশেষ প্রতিনিধি:::

সুনামগঞ্জের ৫ টি আসনের মধ্যে ৪ টিতে আওয়ামী লীগ ও ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। প্রার্থীদের এজেন্ট ও স্থানীয় পর্যায়ে তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ১ আসনের আওয়ামী লীগের প্রার্থী রঞ্জিত চন্দ্র সরকার ১ লাখ ৯৯৮ ভোব পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন কেটলী প্রতীকে ন ৪৯ হাজার ৯৪১ ভোট ও ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ ৪৩ হাজার ৭১০ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ -২ আসনে কাঁচি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জয়া সেন গুপ্তক। তিনি পেয়েছেন ৮০ হাজার ৩৩৯ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতীকে ৫৪ হাজার ৯৪১ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ -৩ আসনে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে। তার নিকট প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন মাত্র ৪ হাজার ভোট।

সুনামগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিক ৯০ হাজার ৫৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ পেয়েছেন ৩১ হাজার ৭২১ ভোট।

এদিকে সুনামগঞ্জ ৫ আসনে মহিবুর রহমান মানিক স্বতন্ত্র প্রার্থীর শামীম চৌধুরীর চেয়ে এগিয়ে রয়েছেন বলে জানা যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments