Sunday, November 24, 2024
Homeজাতীয়হবিগঞ্জের ৪টি আসনে বিজয়ী যারা

হবিগঞ্জের ৪টি আসনে বিজয়ী যারা

রামকৃষ্ণ তালুকদার,(বিশেষ প্রতিনিধি):::

সারা দেশের ন্যায় হবিগঞ্জেও রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে হবিগঞ্জের ৪ টি আসনের মধ্যে ২ টিতে আওয়ামী লীগ ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

হবিগঞ্জ-১: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীক নিয়ে ৭৫ হাজার ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএ মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৬শ ৩ ভোট।

হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১হাজার ৪২২জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৮৭৬ জন, মহিলা ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৪৪ জন এবং হিজড়া ২জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি। এই আসনে উপজেলা ভিত্তিক দেখা যায়- বাহুবলে মোট ইউনিয়ন ৭টি, মোট ভোটার সংখ্যা ১লাখ ৫৩ হাজার ৬২২ জন। অপর দিকে নবীগঞ্জ উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ১৩টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮০০ জন।

হবিগঞ্জ-২: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে আওয়ামীলীগ মনোনীত এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৯ হাজার ৯শ ৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তিনবারের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট।

হবিগঞ্জ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৬৮হাজার ৩৩৪জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৮৬হাজার ১৪৬জন, মহিলা ভোটার ১লাখ ৮২হাজার ১৮৮জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৫০টি। এই আসনে উপজেলা ভিত্তিক দেখা যায়- বানিয়াচংয়ে মোট ইউনিয়ন ১৫টি, মোট ভোটার সংখ্যা ২লাখ ৭৩হাজার ৮৫২জন। অপর দিকে আজমিরিগঞ্জ উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ৫টি। মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন।

হবিগঞ্জ-৩: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ, শায়েস্তগঞ্জ, লাখাই) আসনে আওয়ামীলীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য এডভোকেট আবু জাহির চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬শ ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৬ ভোট।

হবিগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৮৯ হাজার ৬৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭হাজার ৬১৬ জন, মহিলা ভোটার ১লাখ ৯২হাজার ৫৫জন এবং হিজড়া ১০জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৩১টি। এই আসনে উপজেলা ভিত্তিক দেখা যায়- শায়েস্তাগঞ্জে মোট ইউনিয়ন ৩টি, মোট ভোটার সংখ্যা ৫৩হাজার ৯৫২জন। সদর উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ৮টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯হাজার ৬৫০ জন এবং লাখাই উপজেলায় ১লাখ ২৬হাজার ৭৯জন।

হবিগঞ্জ-৪: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীক নিয়ে ১লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমানপ্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫শ ৪৩ ভোট।
হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫লাখ ১২হাজার ৩০৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৫৭হাজার ৮৮৪জন, মহিলা ভোটার ২লাখ ৫৪হাজার ৪২৩জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১৭৭টি। এই আসনে উপজেলা ভিত্তিক দেখা যায়- মাধবপুরে মোট ইউনিয়ন ১১টি, মোট ভোটার সংখ্যা ২লাখ ৬৮হাজার ৩৬২জন। অপর দিকে চুনারুঘাট উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ১০টি। মোট ভোটার সংখ্যা ২লাখ ৪৩হাজার ৯৪৬ জন।

২০২৩ সালের দ্বাদশ নির্বাচনে নারী পুরুষ মিলে জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ১ হাজার ৭৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৫৯ হাজার ৫২২ জন, নারী ভোটার ৮ লাখ ৪২ হাজার ২১০ এবং হিজড়া ভোটার ১৩ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments