Friday, November 8, 2024
Homeনির্বাচনবানিয়াচংয়ে একেকজন ১০-১৫টি করে ভোট দিচ্ছেন, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

বানিয়াচংয়ে একেকজন ১০-১৫টি করে ভোট দিচ্ছেন, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

 

বিশেষ প্রতিনিধি::

হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জালভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বাধা দিলে তাদের সঙ্গে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

তখন ছবি তুলতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। খবর পেয়ে ওই কেন্দ্রে ছুটে যান স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান।

তিনি অভিযোগ করে বলেন, প্রিসাইডিং অফিসারের যোগসাজশে জালভোট দিচ্ছেন নৌকার সমর্থকরা। প্রিসাইডিং অফিসার আমার এজেন্ট ও ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। একেকজন ১০-১৫টি করে ভোট দিচ্ছে।

প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, সমর্থকদের মধ্যে একটু বাকবিতন্ডা হয়েছিল। বিষয়টি মীমাংসা হয়ে গেছে। তেমন কোনো সমস্যা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments