Friday, November 8, 2024
Homeঅন্যান্যকৃষিসুনামগঞ্জের ৭ কৃষকের গোখাদ্যের ঘরে আগুন

সুনামগঞ্জের ৭ কৃষকের গোখাদ্যের ঘরে আগুন

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা গ্রামের ছয়টি বাড়ির কৃষকের গোখাদ্য রাখার ঘরে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। প্রায় দেড় কিলোমিটার দূরত্বের ছয়টি বাড়িতে একই সঙ্গে আগুন দেওয়ার ঘটনাকে ভুক্তভোগীরা নাশকতার আগুন বলছেন।

 

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গ্রামের এক মাথায় যোগেন্দ্র দাসের বাড়ি থেকে বর্তমান ইউপি সদস্য আকতারুজ্জমানের বাড়ির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার।

 

 

এই দুটি বাড়ি থেকে ভেতরের আরো চারটি বাড়ির খড়ের ঘরে রাত আড়াইটার দিকে একই সঙ্গে আগুন দেওয়া হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। গ্রামের কৃষক আকতারুজ্জামান মেম্বার, যোগেন্দ্র দাস, আব্দুল কাইয়ুম, কাজী হোসেন, আব্দুল মতিন ও শামসু মিয়ার খড়ের ঘর আগুনে পুড়ে যায়।

 

ভুক্তভোগী ইউপি সদস্য আকতারুজ্জামান বলেন, ‘আমার বাড়ি থেকে যোগেন্দ্র দাসের বাড়ির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার।

 

 

কিন্তু আগুন একসঙ্গে একই সময়ে দেওয়া হয়। নাশকতা সৃষ্টির জন্যই দুষ্কৃতকারীরা এ আগুন দিয়েছে। আমি অবস্থা দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। এ ঘটনার পর আমরা ভয়ে আছি।

 

দুষ্কৃতকারীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের।’ বিশ্বম্ভরপুর থানার ওসি শ্যামল বণিক বলেন, ‘একসঙ্গে ছয়টি বাড়ির খড়ের ঘরে আগুন দেওয়া রহস্যজনক। রাতে খবর পেয়েই আমরা ছুটে আসি। এ বিষয় নিয়ে আমরা কাজ করছি। কোনো গোষ্ঠী আতঙ্ক সৃষ্টির জন্য এসব করতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments