Saturday, November 23, 2024
Homeজাতীয়ঢাকায় ঘন কুয়াশার কারণে আজ সিলেটে নেমেছিল ৫টি উড়োজাহাজ

ঢাকায় ঘন কুয়াশার কারণে আজ সিলেটে নেমেছিল ৫টি উড়োজাহাজ

বিশেষ প্রতিনিধি:

ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে নামতে না পেরে পাঁচটি উড়োজাহাজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৬ মিনিট থেকে ৮টা ১৭ মিনিটের মধ্যে উড়োজাহাজগুলো সিলেটে অবতরণ করে।

 

এর আগে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে একই কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি উড়োজাহাজ অবতরণ করেছিল। সে সময় দুটি উড়োজাহাজের মধ্যে ধাক্কা লেগে ত্রুটি দেখা দিয়েছিল।

 

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকায় ঘন কুয়াশার কারণে আজ সকাল থেকে কোনো উড়োজাহাজ অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি উড়োজাহাজ অবতরণ করেছিল। এ ছাড়া সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য কয়েকটি উড়োজাহাজ প্রস্তুত থাকলেও সেগুলো কিছুটা দেরিতে সিলেট থেকে ছেড়েছে।

আজ সকাল ৭টা ৪৬ মিনিট থেকে ৮টা ১৭ মিনিটের মধ্যে বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার উদ্দেশে আসা উড়োজাহাজগুলো অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করে। সিলেটে অবতরণ করা পাঁচটি উড়োজাহজ ইউএস বাংলা এয়ার লাইনসের।

 

 

 

ইউএস বাংলা এয়ারলাইনস সিলেটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উড়োজাহাজগুলো দুবাই, দোহা, শারজা, চীন ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। পরে ঢাকায় অবতরণ করতে না পেরে সেগুলো সিলেটে অবতরণ করে। উড়োজাহাজগুলো আজ সকাল সাড়ে ১০টার মধ্যে সিলেট ছেড়ে যায়। উড়োজাহাজগুলোতে কতজন যাত্রী ছিলেন, এর কোনো তথ্য নেই। যাত্রীরা সিলেটে ‘অফলোড’ হননি।

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর উড়োজাহাজগুলো ফের ঢাকার উদ্দেশে রওনা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments