Friday, November 8, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগসিলেটে এবার নৌকার সভায় অংশ নিয়ে বহিস্কৃত বিএনপি নেতা

সিলেটে এবার নৌকার সভায় অংশ নিয়ে বহিস্কৃত বিএনপি নেতা

বিশেষ প্রতিনিধি:

উঠান বৈঠক বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মাসুক উদ্দিন। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি নেতা তোফায়েল।

আওয়ামী লীগের প্রার্থীর উঠান বৈঠকে অংশ নিয়ে এবার দলের সকল পর্যায়ের পদ হারালেন সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী। গতকাল মঙ্গলবার তাকে বহিস্কার করা হয়। এর আগে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে মাঠে নামায় গত রবিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতিকে বহিস্কার করে দলটি।

 

জানা গেছে, সিলেট-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

 

 

সাম্প্রতি তাঁর এক নির্বাচনী উঠান বৈঠক হয় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। ওই বৈঠকের মঞ্চে প্রার্থী মাসুক উদ্দিন যখন বক্তৃতা করছিলেন তখন বিএনপি নেতা তোফায়েল মঞ্চের সর্ব ডান বসা ছিলেন। সে ছবি পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা সেই ছবি ফেসবুকে আপলোড দিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকেন।

 

 

পরে গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’

 

তোফায়েল আহমদকে বহিস্কারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, ‘দলের শৃঙ্খলা ভঙ্গ জনিত কারণে তাকে বহিস্কার করা হয়েছে।

 

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিনের পক্ষে নির্বাচনী সভায় অংশ নেওয়ার অভিযোগে বিএনপি নেতা কছির আলীকে সাময়িক বহিস্কার করা হয়। কছির আলী উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং মাথিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি।

 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments