Friday, November 8, 2024
Homeআন্তর্জাতিকসিলেটে ওসমানীতে ৫ বিমানের অবতরণ, পার্কিংয়ে দুটি বিমানে ধাক্কা  

সিলেটে ওসমানীতে ৫ বিমানের অবতরণ, পার্কিংয়ে দুটি বিমানে ধাক্কা  

 

 

বিশেষ প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৫ ফ্লাইট। তবে সোমবার রাত থেকে বিমানের এসব ফ্লাইট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনটি ফ্লাইট ফিরে গেলেও পার্কিংয়ে দুটি উড়োজাহাজের পাখার সঙ্গে ধাক্কা লাগার কারণে দুটি উড়োজাহাজ ত্রুটি দেখা দেয়।

 

রাতেই একটি বিমানের ত্রুটি সারানো হয়েছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ। সর্বশেষ রাতে ত্রুটি সারিয়ে একটি বিমানে যাত্রীদের ঢাকায় নেওয়া হয়েছে, অপর বিমানের কাজ চলছে বলেও জানা গেছে।

 

হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই এয়ারপোর্টে ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি।

এ কারণে সাড়ে ৮ ঘণ্টা উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। ওই সময় ৫টি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া একটি ফ্লাইট চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। মঙ্গলবার সকাল ৯টা থেকে যথারীতি ফ্লাইট উঠা-নামা শুরু হয়।

 

মঙ্গলবার রাত ৯টার পর সিলেটে আসা ৫টির মধ্যে ৩টি ফ্লাইট ফিরে গেলেও পার্কিংয়ের সময় দুটি উড়োজাহাজের মধ্যে ধাক্কা লেগে ত্রুটি দেখা দেয়। ত্রুটিযুক্ত দুটি বিমান হ্যাঙ্গারে নিয়ে মেরামত করা হয়। একটি উড়োজাহাজের মেরামত কাজ শেষ করে যাত্রী নিয়ে উড়ে গেছে। এবং অপরটির কাজ চলমান রয়েছে।

অপরটির কাজ চলমান আছে বলে রাত প্রায় সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সিলেটের কাগজ নিউজ কে জানিয়েছেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সাড়ে ৮ ঘণ্টায় শারজাহ, মাস্কাট, গুয়াঞ্জু, দোহা ও সিঙ্গাপুর থেকে ৫টি ফ্লাইট সিলেটে আসে। ৩টি ফ্লাইট ঢাকায় চলে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments