তন্ময় দেব -শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধি::
সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলায় ২৫ তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২ রা জানুয়ারি সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে
উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অমিতা রানী দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দীপু রঞ্জন দাস, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবল দাস, , প্রেসক্লাবের সভাপতি পি সি দাশ, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শাল্লা ইউনিয়ন এর সদস্য তৈয়বুর মিয়া, গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধি সংগঠন সভাপতি চিন্ময় দাশ সহ সকল সদস্যবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।
পরিশেষে সভাপতির বক্তব্যে মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।