বিশেষ প্রতিনিধি:
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘নড়াইলকে নতুন প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে গড়ে তুলতে চাই। ইতোমধ্যে জেলার বিভিন্ন সেক্টরের উন্নয়নকাজ শেষ হয়েছে। অনেকগুলো উন্নয়নকাজ চলমান। সামনে আরও হবে।’
রবিবার রাত সাড়ে ৯টায় নিজ নির্বাচনি এলাকা নড়াইল সদর উপজেলার রূপগঞ্জ মুচিরপোল বাসস্ট্যান্ডে জেলা শিল্প ও বণিক সমিতি আয়োজিত পথসভায় ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
ইতালির রোম শহর একদিনে তৈরি হয়নি উল্লেখ করে মাশরাফি বলেন, ‘নড়াইল জেলা এমনিতেই অনেক সুন্দর। এটিকে আরও সুন্দর ও বসবাস উপযোগী করে গড়ে তুলতে চাই। জন্মস্থানের টানে বারবার এখানে ছুটে আসি। মানুষের সুখ-দুঃখের ভাগিদার হতে চাই। পৃথিবীর যে দেশেই খেলতে কিংবা ঘুরতে গিয়েছি, সবখানে নড়াইলের কথা তুলে ধরেছি। সামনের দিনগুলোতে আরও তুলে ধরতে চাই।’
তিনি বলেন, ‘নতুন প্রজন্মের জীবন গড়ে দিতে এই নির্বাচনে আপনার মূল্যবান ভোট কেন্দ্রে গিয়ে আমাকে দেওয়ার অনুরোধ করছি। নিজের ও পরিবারের আরাম-আয়েশ ত্যাগ করে অসহায় মানুষের পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য জীবনের মূল্যবান সময় ব্যয় করছি। জেলার মানুষের কথা ভেবে নির্বাচন করছি, যাতে আমার মাধ্যমে এলাকার মানুষের উন্নয়ন ও ভাগ্যবদল হয়।’
সাবেক অধিনায়ক বলেন, ‘এটি নির্মিত হলে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। আপনাদের সন্তানদের ভাগ্যের পরিবর্তন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণে গত পাঁচ বছরে ১০০ শয্যার নড়াইল সদর হাসপাতাল ১০টি আইসিইউসহ ২৫০ শয্যায় উন্নীত হয়েছে। নড়াইল শহরের ফোরলেন সড়ক, পাসপোর্ট অফিসের নতুন ভবন, নার্সিং কলেজ, পৌরসভার নতুন ভবনসহ অনেক অবকাঠামো নির্মিত হয়েছে। নড়াইলে বিশ্ববিদ্যালয় ও ইকোনোমিক জোন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিন।’
পথসভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অচীন চক্রবর্তী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম নবী, রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঘোষ সন্তু এবং পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু।