Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটতোয়াকুল ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

তোয়াকুল ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

 

গোয়াইনঘাট প্রতিনিধি, মতিউর রহমান (দুলাল)::

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম (শ্রাবন) বলেন,বক্তব্য দিয়ে আপনাদের মন জয় করার কোন ইচ্ছা আমার নাই,যদি কাজ না করতে পারি। কাজ করে আপনাদের মন জয় করতে চাই। সভায় মুরুব্বিয়ানদের উপস্থিতি দেখে প্রশংসা করে তিনি বলেন আমি আপনাদের নতুন কিছু জানাতে এসেছি।

আপনাদের এলাকায় যদি মাদক জুয়া থেকে থাকে আজকে থেকে নিশ্চিহ্ন করা হবে এটা আমি আপনাদের কথা দিচ্ছি। গরিব কৃষকেরা গবাদিপশু পালন করে, তারা যাতে নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারে চোর ও অপরাধ দমনে তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বনের ঘোষণা দেন।তিনি বলেন সিলেট জেলা পুলিশের হাত ধরে গোয়াইনঘাট থানা পুলিশ আপনাদের পাশে আছে।মাদক ও জুয়া নির্মুলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলো।

তোয়াকুল বিট পুলিশিং কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,বিট পুলিশিং ব্যবস্থা সমাজের শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে,আপনারা সুশীল সমাজ সমাজে যাতে শান্তিতে চলাফেরা ও রাতে ঘুমাতে পারেন তার জন্য আমাদের যে কাজগুলা করা দরকার সেই কাজগুলা করবো আমরা পুলিশরা।তিনি বলেন, এই সভার মাধ্যমে পুলিশ জনগণের কাছাকাছি পৌঁছাতে চায়,যেখানে পুলিশ ও জনগণের মধ্যে কোন পার্থক্য ও বিভেদ থাকবে না সেতুবন্ধন তৈরি হবে। আপনি থানায় গিয়ে বলবেন কোন সমস্যায় পড়েছেন, তা না আমরা আপনাদের কাছে এসে জানতে চাই আপনারা কোন সমস্যায় আছেন।

তিনি আরো বলেন, থানায় প্রবেশে সাধারণ জনগণের মাঝে একটা ভীতি কাজ করে। আমরা সাধারণ জনগণের সেই ভীতি দূর করতে চাই। মানুষ যাতে বুঝতে পারে পুলিশই তাদের সত্যিকারের বন্ধু। আপনারা থানায় যে কোন অভিযোগ বা সমস্যা নিয়ে খালি হাতে যাবেন। ফিরবেন আপনার দেওয়া কাজের প্রতি আশা ও বিশ্বাস নিয়ে। এই বিশ্বাসটা আমি আপনাদের মাঝে দেখতে চাই।

সর্বশেষ তিনি আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়ে বলেন,আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবেন যাকে খুশি তাকে আপনার ভোট দেবেন।ভোট দেওয়াটা আপনার নাগরিক অধিকার।আপনাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশ রয়েছে।ভোটকেন্দ্রে যেতে কেউ বাধা দিলে ভয়ভীতি দেখালে সেটা আমরা প্রতিহত করবো।

রোববার ৩১ ডিসেম্বর বেলা ৪টায় তোয়াকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে ও সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর নূর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নির্মল কান্তি দে, ৮নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন, তোয়াকুল ইউনিয়ন কমিউনিটি পুলিশং এর সাবেক সভাপতি তাহির আলী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের সভাপতি মিসবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সন্তান সুজন আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন মুহিবুর রহমান।

উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজির আহমদ চৌধুরী,এসআই সালে আহমদ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় নবাগত অফিসার ইনচার্জের তোয়াকুল ইউনিয়নে আগমন উপলক্ষে তেয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, যুবলীগ নেতা তাজ উদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments