Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটশান্তর নেতৃত্বে বাংলাদেশের ঐতিহাসিক তিন জয়

শান্তর নেতৃত্বে বাংলাদেশের ঐতিহাসিক তিন জয়

 

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের চোটের কারণে বিশ্রামে। সাকিবের অবর্তমানে নিউজিল্যান্ড সিরিজে আপৎকালীন অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত।

 

শান্তর নেতৃত্বে গত মাসে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ড্র করে টাইগাররা।

 

টেস্ট সিরিজ শেষে চলতি মাসের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। সফরে প্রথম দুই ওয়ানডেতে হেরে তিন ম্যাচের সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে নেমে নিউজিল্যান্ডকে ৯৮ রানে ধসিয়ে দিয়ে কিউইদের মাঠে প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

 

বুধবার শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডের মতো নিউজিল্যান্ডের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। এদিন কিউইদের ১৩৪/৯ রানে থামিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটে ঐতিহাসিক এই ৩ জয়ে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত।

 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জিতে ১-০তে এগিয়ে যাওয়া বাংলাদেশ দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments