Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের সভাপতি, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মো: আব্দুল মছব্বির স্মরণে এক আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় শমশেরনগর ইউনিয়ন জনমিলন কেন্দ্রে প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন বিশিস্ট লেখক-গবেষখ অধ্যক্ষ রসময় মোহান্ত।

অধ্যাপক মো: ফজলুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক ম. মুমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের আহবায়ক কবি আব্দুস শহীদ সাগ্নিক। আলোচনায় অংশ নেন গবেষক শামসুদ্দিন আকবর, প্রভাষক কবি শাহাজান মানিক, জাহেদুল ইসলাম সানি, লেখক-সাংবাদিক হুমায়ুন রশিদ, সমাজসেবক শামসুল হক মিন্টু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শিক্ষক মিজানুল হক স্বপন, লোকগীতিকার ইউসুফ শাই, ইয়াছিন শাহ সাহিত্য পরিষদের সম্পাদক মাহবুবুর রশীদ চৌধুরী হিমু, লেখক ফখরুদ্দিন জাহেদ, রুহুল আমীন চুন্না, মহিউদ্দিন খান শাহান প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের সভাপতি, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মো: আব্দুল মছব্বির এর বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে আলোকপাত করে। বক্তারা আরো বলেন, বিখ্যাত পীর ও মরমি কবি শাহ ইয়াছিনের লেখা এক হাজারের অধিক মুর্শিদী গান বিলুপ্তির পথে। এগুলো পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ব্যবস্থা করা প্রয়োজন। ভক্তবৃন্দ অনুরাগী ও মুরিদানের নিকট হতে গানগুলো সংরক্ষণ করে প্রচারের ব্যবস্থা করার জন্য গুরুত্ব দেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments