Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগবানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষ,আহত ৩০

বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষ,আহত ৩০

বিশেষ প্রতিনিধি:::

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় একজনকে সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার সকালে উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে গুঙ্গিয়াজুড়ি হাওরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

স্থানীয়রা জানান, দৌলতপুর গ্রামের কুটি বাড়ির মৃত আকলাছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়ার সঙ্গে একই গ্রামের আলীনগর অংশের মেম্বার মৃত আব্দুল জব্বারের ছেলে নুরুল হকের এক খণ্ড জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির মালিক জাহাঙ্গীর শুক্রবার সকালে গুঙ্গিয়াজুড়ি হাওরে তাঁর জমি চাষ দিতে যায়। এ সময় নুরুল হক ও তাঁর লোকজন সেখানে গিয়ে জাহাঙ্গীরকে বাধা দেয়।

এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মাঝে কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় আমিনুল হক নামে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। জমি নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments