বিশেষ প্রতিনিধি:::
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে নৌকার প্রার্থী জিল্লুর রহমানের সমর্থকরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রহমান।
গতকাল বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় জাতীয় পার্টির প্রার্থী মো. আলতাফুর রহমানের নির্বাচনী কার্যালয়ে এ হামলা চালার ঘটনা ঘটে।
আহতরা হলেন- জুয়েল আহমদ, খালেদ চৌধুরী, শাহাজান মিয়া, মো. হানিফ ও কায়েছ চৌধুরী।তাঁদের মধ্যে গুরুতর আহত হয়েছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান বলেন, হামলাকারীরা মারধরের সময় হুঁশিয়ারি দিয়ে বলেছে- ওখানে নৌকার অফিস ছাড়া অন্য কোনো দল ও প্রার্থীর অফিস করা যাবে না। অন্যথায় ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে বলে।তিনি আরো বলেন, ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে বক্তব্য নিতে মৌলভীবাজার-৩ আসনের নৌকার প্রার্থী জিল্লুর রহমানের মোবাইল ফোনে শুক্রবার দুপুরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।
জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।এদিকে এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী শহরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করেছে।