Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগআজ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী

আজ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী

 

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি: :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ২০১৫ সালের ২২ ডিসেম্বর গ্রন্থাগারটি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মেজর (অবঃ) সুরঞ্জন দাস। ‘রবীন্দ্র গ্রন্থাগারে পড়ি বই/জ্ঞানের আলোয় আলোকিত হই’ স্লোগানকে ধারণ করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, খ্যতিমান শিক্ষক ও বরেণ্য ব্যক্তিত্ব রবীন্দ্র চন্দ্র দাসের নামানুসারে গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়।

গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস’র (রাজু) সাথে এই বিষয়ে আলাপকালে জানা যায়, গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হওয়ার পরপরই এই এলাকায় ছাত্র ছাত্রীদের মধ্যে পাঠ্য বইয়ের পাশাপাশি আউট বই পড়ার আগ্রহ সৃষ্টি হয়৷ বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত গ্রন্থাগারের কার্যক্রম পরিচালিত হয়। সাপ্তাহিক বন্ধ শুক্রবার। বিগত বছরের ৮ সেপ্টেম্বর গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনামুল হাবীব।

এই পর্যন্ত গ্রন্থাগার পরিদর্শনে বিভিন্ন সময়েতাঁরা আসেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি আমলা, কবি-সাহিত্যিক সহ বরেণ্যজন। তাঁদের মধ্যে উল্লেখ যোগ্য – সাবেক সংসদ সদস্য এমএ মুনীম চৌধুরী বাবু, সাবেক সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ, ইউএনও শেখ মহিউদ্দিন, সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার প্রমুখ। তিনি গ্রন্থাগারের কার্যক্রমে সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন এবং সবাইকে গ্রন্থাগারে এসে বই পড়ার আহবান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments