Thursday, November 28, 2024
Homeখেলাধুলাক্রিকেটফাইনাল এবং টুর্নামেন্ট সেরা আশিকুর রহমান

ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা আশিকুর রহমান

খেলাধুলা প্রতিদিন:

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১০ম আসরে প্রথমবার শিরোপা জিতল বাংলাদেশ। সেমিফাইনালে টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ শিরোপার লড়াইয়ে গুঁড়িয়ে দেয় স্বাগতিক আরব আমিরাতকে।

 

বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার আশিকুর রহমান শিবলি। রোববার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৪৯ বলে ১২টি চার আর একটি ছক্কার সাহায্যে ১২৯ রানের ইনিংস খেলেন তিনি।

 

শিবলি দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়েন ১২৫ রানের জুটি। ৭১ বলে ৪টি চার ও একটি ছয়ে ৬০ রান করে ফেরেন রিজওয়ান। এরপর তৃতীয় উইকেটে আরিফুলের সঙ্গে গড়েন ৮৬ রানের জুটি। ৪০ বলে ৬ চারে ৫০ রান করে আউট হন আরিফুল।

 

আশিকুরের (১২৯) সেঞ্চুরি আর রিজওয়ান (৬১) ও আরিফুলের (৫০) জোড়া ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। টার্গেট তাড়ায় ২৪.৫ ওভারে ৮৭ রানেই অলআউট হয় আরব আমিরাত। ১৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

 

বাংলাদেশের শিরোপা জয়ে ১৪৯ বলে ১২৯ রানের ইনিংস খেলে ফাইনালে ম্যাচ সেরা হয়ে ৫০০ ডলার পুরস্কার জিতে নেন ওপেনার আশিকুর রহমান শিবলি। শুধু তাই নয় টুর্নামেন্টে সেরাও হন তিনি।

 

প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৭১, দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ৫৫*, তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১১৬* রান, সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৭ আর আজ ফাইনালে আরব আমিরাতের বিপক্ষে ১২৯ রানের ইনিংস খেলেন আশিকুর। পাঁচ ম্যাচে দুই সেঞ্চুরি আর দুই ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৩৭৮ রান করে টুর্নামেন্টে সেরা হয়ে ৭৫০ ডলার জিতে নেন আশিকুর রহমান শিবলি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments