Friday, November 8, 2024
Homeলিড সংবাদমাধবপুরে ৯ ডাকাত আটক

মাধবপুরে ৯ ডাকাত আটক

মাধবপুরে ৯ ডাকাত আটক

জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগান ম্যানেজারের বাংলোতে দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে লস্করপুর ভ্যালির চন্ডিছড়া চা বাগানের ডিজিএম কেএম এমদাদুল হকের গাড়ী আটকে ডাকাতির ঘটনায় গত ২ দিনে ৯ ডাকাতকে আটক করেছে পুলিশ।

১২ ডিসেম্বর ডিজিএম এমদাদুল হক সস্ত্রীক দাওয়াত খেয়ে তেলিয়াপাড়া চা বাগান থেকে চন্ডছড়া বাগানের নিজ বাসায় ফেরার পথে সুরমা চা বাগানের মঈন টিলা নামক স্থানে পৌঁছালে ১৫/১৬ জন অজ্ঞাত পরিচয় মুখোশধারী তাদের বহনকারী গাড়ী আটকে এমদাদুল হককে বেঁধে ফেলে দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ও তার স্ত্রী নিগার সুলতানার কাছ থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।পরে একই স্থানে একটি প্রাইভেট কার,সিএনজি ও মোটরসাইকেল আটক করে দূর্বৃত্তরা আরোহীদের ৬ টি মোবাইল ফোন ও ১ লাখ ২৬ হাজার টাকা কেড়ে নেয়।ঘটনার পর দিন(১৩ ডিসেম্বর) এমদাদুল হকের গাড়ীচালক রমজান আলী মাধবপুর থানায় অভিযোগ দেন।

পুলিশ ১৫ ডিসেম্বর এমদাদুল হক মিলন,নাজমুল হক ও হৃদয় মিয়া নামের তিন ডাকাতকে এ ঘটনায় মাধবপুর পৌরসভা এলাকা থেকে আটক করে।গতকাল শনিবার(১৬ ডিসেম্বর) মাধবপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বপন মিয়া,শাব্বাস মিয়া, রমজান মিয়া, রুবেল মিয়া, শামীম হোসেন ইমরান ও কামাল মিয়া নামের অপর ৬ ডাকাতকে আটক করে পুলিশ।মাধবপুর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখিত ডাকাতির ঘটনায় ৯ ডাকাত আটকের কথা নিশ্চিত করেছে।

এসময় ডাকাতদের দখলে থাকা লুন্ঠিত ৩ টি মোবাইল নগদ সাড়ে ৫ হাজার টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত দা ও করাত উদ্ধার করেছে।

মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান,প্রথম দিন আটক ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বাকি রবিবার (১৭ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments