Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগআজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাব'র মুক্তিযোদ্ধ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ

আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাব’র মুক্তিযোদ্ধ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ

রামকৃষ্ণ তালুকদার,(বিশেষ প্রতিনিধি):::

মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে।  ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র।

১৬ই ডিসেম্বর রোজ শনিবার   দিনের প্রথম প্রহরেই আজমিরীগঞ্জ উপজেলা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে মুক্তিযোদ্ধ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আশিকুর রহমান , সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব , সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম , সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments