গোয়াইনঘাট প্রতিনিধি:::
যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নানামুখী আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
বিভিন্ন সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা, পতাকা উত্তোলন ও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবনে আলোকসজ্জা। দিবসের প্রথম প্রহরে ভোর সাড়ে ৬ টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় স্মৃতিসৌধে
বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়াইনঘাট থানা, মুক্তি যোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ,উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা তাতীলীগ, গোয়াইনঘাট সরকারি কলেজ, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, অফিসার্স ক্লাব, লেডিস ক্লাব অর্ধশতাধিক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
সকাল ৮ টায় স্থানীয় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও বিশেষ অতিথি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, গোয়াইনঘাট মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা, বালকদের ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে১০ টায় মহিলা ও বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।