শাহ সুমন (বানিয়াচং প্রতিনিধি):::
বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসাইন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আমীর হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নবীর আলী, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, মুক্তিযোদ্ধা হায়দার মিয়া, মুক্তিযোদ্ধা আমীর খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার বানিয়াচং উপজেলা শাখার সভাপতি তানভীর হোসাইন পলাশ প্রমূখ। ১৬/১২/২৩ উপলক্ষে বিজয়ী বীরদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশ মাতৃকার জন্যে বীরত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রধান করা হয়।