Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগবানিয়াচংয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহ সুমন,(বানিয়াচং প্রতিনিধি):::

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,‌ মলয় কুমার দাস, কাজী মুফতি আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, পুলিশ অফিসার (তদন্ত) মোঃ আবু হানিফ, বক্তারা বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের শাসন কাল ধরেই বিভিন্ন সময়ে বুদ্ধিজীবীদের হত্যা করছে, তবে বিশেষভাবে ১৯৭১সালে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পরিকল্পিত ভাবে তারা দেশের নামকরা বুদ্ধিজীবীদের হত্যা করে ।১৯৭১ সালে যারা শত্রু ছিল,‌তারা‌ আজ ও দেশের শত্রু। স্বাধীনতা বিরোধী শক্তি যখন‌ই দেশে ক্ষমতায় আসীন হয়েছে তখনই তারা বঙ্গবন্ধু সোনার বাংলাকে নস্যাৎ এর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments