বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করার নির্দেশনা দিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।
তিনি বলেন, আগে নৌকাকে বিজয়ী করতে হবে। এখানে দলের বিরুদ্ধে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। যারা নৌকা ডুবায় তারা কখনো আওয়ামী লীগের খাঁটি সৈনিক হতে পারে না।
parallax ad
দলের মধ্যে যেসব শয়তান ডুকেছে তাদের তাড়ানো জরুরি। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা প্রার্থী তারা আওয়ামী লীগ দাবি করতে পারে না। যারা বিদ্রোহী প্রার্থী তাদের ওপর শেখ হাসিনা অভিমান করেছেন এই জন্য এদেরকে কোনো নির্দেশনা দেননি।
২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসবেন সেই দিন নৌকার মাঝি তারা মঞ্চে উঠবেন, কোনো বিদ্রোহী উঠবেন না তাহলে তারা আওয়ামী লীগ দাবিদার হবেন কি করে।
তিনি বুধবার রাতে নবীগঞ্জ উপজেলা সদরের শেরপুর রোডস্থ রাজা কমপ্লেক্সে ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।
নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ্র দাশ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক, সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক এম এ আহমদ আজাদ ও এটিএম সালাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু লোকমান আহমদ খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরীকে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দলের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে