বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. আব্দুস শহীদের বিগত ৫ বছরে ১ কোটি টাকার সম্পদ বেড়েছে।
২০০৮ সালে তার মোট স্থাবর, অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ৮৬ লাখ ৮৪ হাজার ৭০৭ টাকা, ২০১৮ সালে তার সম্পদের পরিমাণ ছিল চার কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৫৩০ টাকা। বর্তমানে তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ১৬ লাখ ৯২ হাজার ৬৪৮ টাকা।
নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুস শহীদের দাখিল করা হলফনামায় এসব তথ্য জানা গেছে।
তিন হলফনামা থেকে আরও জানা যায়, ২০১৮ সালে শহীদের স্ত্রীর নামে মোট সম্পদ দেখানো হয়েছিল ৩১ লাখ ৬৩ হাজার ৭৮৭ টাকা। ৫ বছরে সম্পদ বেড়েছে ৮ লাখ ৫৪ হাজার ৯৪২ টাকা। তবে স্ত্রীর কাছে কী পরিমাণ স্বর্ণ আছে তার পরিমাণ ও মূল্য অজানা বলে হলফনামায় উল্লেখ করেছেন।
২০১৮ সালে স্থাবর সম্পদ ছিল এক কোটি ৫০ লাখ ১১ হাজার ১৫০ টাকা। বর্তমান হলফনামা অনুযায়ী স্থাবর সম্পদ কমে এক কোটি ৪০ লাখ ৪৮ হাজার ৬২৫ টাকা হয়েছে।
এদিকে ২০১৮ সালে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল তিন কোটি ২৫ লাখ ৭ হাজার ৩৮০ টাকা। ২০২৩ সালে এসে দাঁড়িয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার ২৩ টাকা।