সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার ছাতক পৌর শহরের মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বুধবার ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত স্কুলের শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের গান, কবিতা, নৃত্য পরিবেশন করার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলালুল ইসলাম’র সভাপতিত্বে সহকারী শিক্ষক জামিলা খাতুন’র পরিচালনায় প্রধান অতিথিত বক্তব্যে ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তফা মুন্না বলেন, ডিসেম্বর মাস হলো বিজয়ের মাস আর আমরা বাংলাদেশ এর এই বিজয় পেতাম না যার জন্ম না হলে তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আরও বলেন, আমাদের সময় এতো ডিজিটাল সুযোগ সুবিধা ছিলো না, এখন তোমারা যে ধরনের সুবিধা পাচ্ছো। তাই তোমাদেরকে বিভিন্ন অর্জনের মাধ্যমে আগামীতে বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে। তিনি সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলার সহকারী শিক্ষা অফিসার সুভাষ চক্রবর্তী, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বংকিম চন্দ্র আচার্য, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, তাতিকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রণব দাস মিঠু, অত্র স্কুলের অভিভাবক করুনা সিন্ধু রায়, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন পারুল সেনাপতি, শামীমা আক্তার, খালেদা ইয়াসমিন, অর্চনা চক্রবর্তী, হেমেন্দ্র কুমার দাস, ফাতেহা বেগম, আজিজুন নেছা, কামরুন নেছা বেগম, লিপি শর্মা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দেবমানী রায়, কানিজ ফাতেমা মিনহা, তোরা সরকার, ঐতিহ্য সরকার, অংকিতা চক্রবর্তী, উপমা চৌধুরী, প্রিয়াম পাল সহ প্রমুখ।।