রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় বোরো চাষা হাওরে বোরো চাষাবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে উপজেলার কৃষকরা।
আজমিরীগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায় ,
চলতি বছরে আজমিরীগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নে ৭ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৫৫১ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর ।
ইতিমধ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি বিভাগ থেকে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওর ঘুরে দেখা গেছে বোরো চাষের জন্যে কৃষকরা বোরো চাষের প্রথম পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন বীজতলা তৈরি নিয়ে।
আজমিরীগঞ্জ উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত ।
এই জন্যই আগেভাগে ধানের বীজতলা তৈরির কাজ শুরু করেছে কৃষকরা।
বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলার চারা গাছ হৃষ্টপুষ্ট হয়ে সবুজে ভরে উঠবে বীজতলা।
আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লুফে আল মুঈন জানান এ বছর ৭ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্য মাএা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য মাএা অর্জনের জন্য ৫৫১ হেক্টর জমিতে বীজ তলা তৈরী নির্ধারণ করা হয়। এবং চলতি বোরো মৌসুমে উপজেলার প্রতিটি এলাকায় বীজ তলা তৈরী এবং বোরো আবাদে জমি তৈরির কাজ চলছে। বীজ তলায় বীজের চারা গাছ যাতে সুস্থ ও সবল হয় সে জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ সহযোগীতা দেওয়া হয়েছে।