বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য বরিশাল ও সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।
রোববার সকালে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত নির্দেশনা জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।
চিঠিতে দুই পুলিশ কমিশনারের পাশাপাশি হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের এসপিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।