Friday, November 22, 2024
Homeজাতীয়ইসিতে তিন দিনে আবেদন করলেন ৩৩৮ জন

ইসিতে তিন দিনে আবেদন করলেন ৩৩৮ জন

বিশেষ প্রতিনিধি:

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনে ৩৩৮ জন আপিল করেছেন। তৃতীয় দিন বৃহস্পতিবার ১৫৫টি আপিল জমা পড়ে। এর মধ্যে দুজন আওয়ামী লীগের মনোনীত বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে আবেদন করেছেন।

 

বাকি ১৫৩ জন আবেদন করেন প্রার্থিতা ফিরে পেতে। কাল শনিবার আপিল করার সময় শেষ হচ্ছে। ইসিতে জমা পড়া আপিলের ওপর শুনানি রোববার শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এদিকে এ নির্বাচন পর্যবেক্ষণে ১৩১ জন বিদেশি পর্যবেক্ষক আবেদন করেছেন। বৃহস্পতিবার বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় শেষ হয়েছে।

 

যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে ইসিতে আপিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী সুকৃতি কুমার মন্ডল। চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর প্রার্থিতা বাতিলের দাবিতে আপিল করেন স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।

 

তিনি যুগান্তরকে বলেন, দুটি কারণে আমি এ আবেদন করেছি। মহিউদ্দিন বাচ্চু তার বিরুদ্ধে মামলার তথ্য গোপন করেছেন এবং ব্যাংকে তার আর্থিক জমার সঠিক তথ্য দেননি। এসব কারণে অন্যদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

 

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের জানান, তিন দিনে সর্বমোট ৩৩৮টি আপিল দায়ের হয়েছে। প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন ১৪১টি ও তৃতীয় দিন ১৫৫টি। সচিব বলেন, আপিলগুলোর ওপর ১০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে শুনানি হবে।

 

বিদেশি পর্যবেক্ষক : ইসি সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বৃহস্পতিবার পর্যন্ত ১৩১ জন নিবন্ধন করেছেন। আর বিদেশি সাংবাদিক হিসাবে ৪৮ জন নিবন্ধন করেছেন। সবমিলিয়ে মোট ১৭৯ জন নিবন্ধন করেছেন।

 

ইসিতে নিয়োগ পেলেন ৮৩ জন : সচিব জানান, ৪০তম বিসিএস-এর নন-ক্যাডার থেকে উপজেলা বা থানা সহকারী নির্বাচন কর্মকর্তা হিসাবে নির্বাচন কমিশনে ৮৩ জনের নিয়োগ দেওয়া হয়েছে। তারা ১২ ডিসেম্বর নির্বাচন কমিশনে যোগ দেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments