Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জে দায়িত্ব-কর্তব্য এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জে দায়িত্ব-কর্তব্য এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

রামকৃষ্ণ তালুকদার,(বিশেষ প্রতিনিধি):::

০২ ডিসেম্বর ২০২৩ইং হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ এর হল রুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের দায়িত্ব-কর্তব্য এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় হবিগঞ্জ- জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি সভাপতিত্বে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান, জেলা নির্বাচন অফিসার, হবিগঞ্জ ও মুনমুন নাহার আশা,সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার কর্মশালায় উপস্থিত সকলকে নির্বাচনী আচরণ বিধিমালা ও অর্পিত দায়িত্ব-কর্তব্য যথাযথ প্রতিপালণ করার নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি পুলিশের করনীয় ও বর্জনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তাছাড়াও উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন ইউনিট ইনচার্জগণ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র/সশস্ত্র) সকল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments