সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (০২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল কুমিল্লা রিজিওনের রামগঞ্জ এবং ভূমিকম্পের মাত্রা ছিল উৎপত্তিস্থলে ৫ দশমিক ৬ মাত্রার।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
অবশ্য ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের লোকজন টের পান এবং অনেকে আতঙ্কে বাসাবাড়ি থেকে বেরিয়ে আসার আগেই কম্পন থেমে যায়।