Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটলম্বা সময় বোলিং থেকে দূরে থাকতে হবে তাসকিন আহমেদকে

লম্বা সময় বোলিং থেকে দূরে থাকতে হবে তাসকিন আহমেদকে

 

বিশ্বকাপের মাঝপথেই তাসকিন আহমেদের কাঁধের ব্যথা ফিরেছিল। ম্যাচ খেলা থেকেও বিরত থাকতে হয়েছে তখন।

 

 

তাসকিন বিশ্বকাপের সময় জানিয়েছিলেন, টুর্নামেন্টের পর চোট নিয়ে কাজ করবেন। এজন্য তাকে রাখা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও।

 

শুধু ঘরের মাঠে দুই টেস্টই নয়, তাসকিনকে বোলিং করা থেকে দূরে থাকতে হবে লম্বা সময়। কতদিন? অন্তত আগামী বিপিএল অবধি।

 

 

এমনিতে বোলিং করতে গেলে কোনো সমস্যা অনুভব করছেন না। তবে ক্যারিয়ারের কথা ভেবেই তাকে বোলিং করা থেকে দূরে রাখা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

 

 

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘তাসকিনের কাঁধে বারবার ব্যাথা উঠছে। আমরা চাইছি ওকে লম্বা সময় বোলিং থেকে দূরে রাখতে। এই বিষয়ে ওর সঙ্গে আলাপও হয়েছে। সে বোলিং করতে পারছে, তবে ওর ক্যারিয়ারের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। ’

 

‘মাঝে মাঝে ওকে ব্যাথানাশক ওষুধ খেতে হচ্ছে। বলের গতির দিকেও একটু সমস্যা দেখা দিচ্ছে। আমরা চাইছি ও পুরোপুরি সুস্থ হয়ে ফিরুক, ৪ সপ্তাহের জন্য ওর বোলিং আপাতত বন্ধ আছে। আমাদের লক্ষ্য বিপিএলের আগে ওকে ফিট করে তোলা। ’

 

বিশ্বকাপের সময় তাসকিন জানিয়েছিলেন, বছর দুয়েক আগের দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার কাঁধে চোট পান। এর আগে থেকেই টেন্ডনে টিয়ার (ছেঁড়া) ছিল তার। এরপর থেকে ব্যথা ‘ম্যানেজ’ করেই খেলছেন তিনি। এমনকি বিশ্বকাপ ও এশিয়া কাপও খেলেছেন এভাবেই।

 

তাসকিনের এই চোট তাকে ভোগাতে পারে লম্বা সময় ধরে। বিশ্বকাপের পর মাস তিনেক পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দেওয়ার কথাও জানিয়েছিলেন তাসকিন। তার এই চোট থেকে সেরে উঠার শেষ বিকল্প অস্ত্রোপচার, কিন্তু সেটি করলে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments