Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটবিএনপি নেতা সাবেক মেয়রের বাসার সামনে ক-ক-টে-ল বিস্ফোরন

বিএনপি নেতা সাবেক মেয়রের বাসার সামনে ক-ক-টে-ল বিস্ফোরন

সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দুটি ককটেলের মধ্যে একটি তাঁর বাসার ভেতরে এবং অপরটি বাসার সামনের গেটে নিক্ষেপ করে করে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরিফুল হক বাসায় ছিলেন না। ঘটনার খবর শুনে তিনি বাহির থেকে বাসায় আসেন।

বিএনপি নেতা আরিফুল হক জানান, বাসার সিসিটিভি ফুটেজে দেখেছেন তিনজন যুবকের মধ্যে দুইজন ককটেল নিক্ষেপ করছে এবং অপরজন ভিডিও ধারণ করতেছে। আরিফ বলেন, হামলার সময় আমার স্ত্রী চিৎকার করে বলেন আমাদের বাসার সামনে কে বা কাহারা ককেটল হামলা করেছে। আমার বাসার সামনে ও পেছনে সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ থাকে।কিন্ত তারপরও এই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, পরিবার নিয়ে বাড়িঘরে থাকা নিরাপদ না।সিলেটে কখনো এই পরিবেশ ছিল না যে নেতাদের বাড়িঘরে হামলা। নগরবাসীর কাছে বিচার চেয়ে আরিফ বলেন, আমার কী অপরাধ? এমন ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান তিনি।

ঘটনার পরপরই আরিফের বাসায় আসেন কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এরা ভালা খামলা নায়। এরা কম দামি মারিয়া গেছেগি’। যারা ককটেল মেরেছে তাদের ধন্যবাদও জানান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। ইতোমধ্যে ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

এব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, পুরো বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments