Friday, November 8, 2024
Homeঅন্যান্যকৃষিনবীগঞ্জে ০৩হাজার কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ও সার বিতরণ 

নবীগঞ্জে ০৩হাজার কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ও সার বিতরণ 

 

 

বিশেষ প্রতিনিধি:

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বোরো ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলে রুমে(২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ।

 

এতে আরো উপস্থিত ছিলেন, দৈনিক হবিগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: সেলিম তালুকদার, সাংবাদিক স্বপন রবি দাশ, মো: সফিকুল ইসলাম নাহিদ

প্রমুখ।

 

উপকারভোগী কৃষকেরা ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উচ্চ ফলনশীল(উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। নবীগঞ্জ উপজেলায় ৪৭হাজার ৪শত ৪৭জন কৃষকের মাঝে ৩হাজার ৫০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments