বিশেষ প্রতিনিধি:
ঋতু বদলাচ্ছে। এই সময় সর্দি-কাশি লেগে যাওয়া খুব স্বাভাবিক। অসুস্থ হয়ে যাওয়ার কঠিন সময়ে মধু হতে পারে সবচেয়ে বড় সমাধান। কিন্তু সর্দি কাশি সারাতে সরাসরি মধু খেলে তো আর হবে না। খেতে হবে সমন্বয়ে।
শীতে সর্দি-কাশি থেকে রেহাই পেতে মধুর ব্যবহার করুন এভাবে:
চা ও মধু,
শীতে রঙ চা খাওয়া ভালো। রঙ চায়ে চিনির পরিবর্তে মধু মিশিয়ে নিন। সর্দি-কাশি দূর হবে।
লেবু ও মধু,
লেবু আর মধু দুটোই সর্দির জন্য কার্যকর। চায়ের সঙ্গে লেবু আর মধু যুক্ত করে খেলে অ্যান্টি-অক্সিডেন্টের গুণ ভালোভাবে পাবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
মধু ও পানি,
সর্দি ও কাশির সমস্যা বেশি হলে আর রাতে কফ বাড়লে গরম পানির সঙ্গে মধু মিশিয়ে ফেলুন। এতে আরাম পাবেন।
মধু ও আদা,
কাশির সমস্যা সারাতে আদার ব্যবহারের কথা জানা আছে নিশ্চই? এর সঙ্গে মধু যোগ করে খেলে আপনার সর্দি-কাশির সমস্যা সারাতে ভালো কাজ করবে। সেজন্য প্রথমে এক টুকরো আদা কুচি করে কেটে নিন। এরপর তাতে মধু মিশিয়ে চুষে খান। আবার এই মিশ্রণ পানি দিয়ে খেতে পারেন। এতে সর্দি-কাশির সাথে বুকে জমে থাকা কফ দূর হবে।
মধু ও তুলসি পাতা,
তুলসি পাতায় রয়েছে অনেক উপকারিতা। এটি মধুর সঙ্গে মিশিয়ে খেলে তা আপনার সর্দি-কাশির সমস্যা সারাতে কাজ করবে। এক চা চামচ মধুর সঙ্গে কয়েকটি তুলসি পাতা মিশিয়ে খেয়ে নিতে পারেন। আবার তুলসি পাতার রস করে তার সঙ্গে মধু মিশিয়ে খেতে পারেন। এতে মুক্তি পাবেন সর্দি-কাশির সমস্যা থেকে। সেই-সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।
প্রতিদিন সকালে এক চামচ মধু,
অন্য কোনো ভেষজ না পেলে প্রতিদিন সকালে শুধু মধু খেয়ে নিন এক চা চামচ। এতেই আপনার সর্দি-কাশির সমস্যা দূর হবে। এমনকি বৃদ্ধি পাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে সংক্রমণের ভয় কমবে এবং সুস্থ থাকা সহজ হবে।